Arijit Singh : মাইক হাতে গান নয়, মাইকম্যানের ভূমিকায় অরিজিৎ, পেশা বদলালেন গায়ক?
মঞ্চে পারফর্ম করছে ছেলে। আর মাইকম্যানের ভূমিকায় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। সবুজ গালিচায় পড়ে থাকা তার ঠিক করা থেকে মাইক অ্যাডজাস্ট পুরোটাই করছেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়ো। আরও একবার গায়ককে মাটির মানুষ তকমা দিল নেটপাড়া। এক নজরে দেখে নেওয়া যাক সোশ্যালে ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি।
দেশের অন্যতম সফল প্লেব্যাক গায়কের তালিকার শীর্ষে যাঁর নাম উঠে আসে তিনি অরিজিৎ সিং। যার গায়কিতে মুগ্ধ ১৩ থেকে ৮৩। মায়াবি কণ্ঠের জাদুতে দেশ জোড়া তাঁর খ্যাতি। জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিংয়ের জয়জয়কার কাশ্মীর টু কন্যাকুমারী। তাঁর মতো একজন বিশিষ্ট শিল্পীর জীবন বড্ড সাদামাটা। হাওয়াই চটি পরে বাজার যাওয়া থেকে স্কুটি চালিয়ে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। স্টার তকমার পরোয়া না করেই ভক্তদের সেলফি তোলার আবদারও মেটান তিনি। অরিজতের এই সাধারণ লাইফ স্টাইলই ভক্তদের মধ্যে তাঁর জনপ্রিয়তাকে আরও একটু তোল্লাই দিয়েছে। এবার তো মাইকম্যানের ভূমিকায় দেখা গেল অরিজিৎ সিংকে। ছেলে ও তার বন্ধুরা স্টেজে পারফর্ম করছে আর বাবা মাইকের তার ঠিক করা থেকে শুরু করে খুদেদের উচ্চতায় সেট করা সবটাই নিজে হাতে করেছেন গায়ক।
অরিজিৎ সিংয়ের ফ্যান ক্লাবের তরফে ওই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। মুহূর্তে তা ভাইরাল হয়েছে নেটপাড়ায়। এত বড় মাপের একজন স্টারের এই সাধারণ জীবনযাপন আরও একবার ভক্তদের মন জিতে নিল। স্টেজের উপর ছোট ছেলে আলির কাছে কিছু একটা বললেন। আর সে ঘাড় নেড়ে বুঝিয়ে দিল আপাতত দরকার নেই। এরপরই আবার নিজের কাজে মনোনিবেশ করলেন অরিজিৎ। যাঁর পারফরম্যান্স দেখতে কাতারে কাতারে মানুষ অনুষ্ঠানে ভিড় জমায়, সেই অরিজিৎ সিং-ই নাকি মাইকম্যানের ভূমিকায়। আসলে এটাই তো জিয়াগঞ্জের সদামাটা ছেলেটির চরিত্রের বিশেষ দিন
Arijit Singh : মাইক হাতে গান নয়, মাইকম্যানের ভূমিকায় অরিজিৎ, পেশা বদলালেন গায়ক?
মঞ্চে পারফর্ম করছে ছেলে। আর মাইকম্যানের ভূমিকায় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। সবুজ গালিচায় পড়ে থাকা তার ঠিক করা থেকে মাইক অ্যাডজাস্ট পুরোটাই করছেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়ো। আরও একবার গায়ককে মাটির মানুষ তকমা দিল নেটপাড়া। এক নজরে দেখে নেওয়া যাক সোশ্যালে ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি।
দেশের অন্যতম সফল প্লেব্যাক গায়কের তালিকার শীর্ষে যাঁর নাম উঠে আসে তিনি অরিজিৎ সিং। যার গায়কিতে মুগ্ধ ১৩ থেকে ৮৩। মায়াবি কণ্ঠের জাদুতে দেশ জোড়া তাঁর খ্যাতি। জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিংয়ের জয়জয়কার কাশ্মীর টু কন্যাকুমারী। তাঁর মতো একজন বিশিষ্ট শিল্পীর জীবন বড্ড সাদামাটা। হাওয়াই চটি পরে বাজার যাওয়া থেকে স্কুটি চালিয়ে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। স্টার তকমার পরোয়া না করেই ভক্তদের সেলফি তোলার আবদারও মেটান তিনি। অরিজতের এই সাধারণ লাইফ স্টাইলই ভক্তদের মধ্যে তাঁর জনপ্রিয়তাকে আরও একটু তোল্লাই দিয়েছে। এবার তো মাইকম্যানের ভূমিকায় দেখা গেল অরিজিৎ সিংকে। ছেলে ও তার বন্ধুরা স্টেজে পারফর্ম করছে আর বাবা মাইকের তার ঠিক করা থেকে শুরু করে খুদেদের উচ্চতায় সেট করা সবটাই নিজে হাতে করেছেন গায়ক।
অরিজিৎ সিংয়ের ফ্যান ক্লাবের তরফে ওই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। মুহূর্তে তা ভাইরাল হয়েছে নেটপাড়ায়। এত বড় মাপের একজন স্টারের এই সাধারণ জীবনযাপন আরও একবার ভক্তদের মন জিতে নিল। স্টেজের উপর ছোট ছেলে আলির কাছে কিছু একটা বললেন। আর সে ঘাড় নেড়ে বুঝিয়ে দিল আপাতত দরকার নেই। এরপরই আবার নিজের কাজে মনোনিবেশ করলেন অরিজিৎ। যাঁর পারফরম্যান্স দেখতে কাতারে কাতারে মানুষ অনুষ্ঠানে ভিড় জমায়, সেই অরিজিৎ সিং-ই নাকি মাইকম্যানের ভূমিকায়। আসলে এটাই তো জিয়াগঞ্জের সদামাটা ছেলেটির চরিত্রের বিশেষ দিক।
অরিজিৎ সিং নিঃসন্দেহে সংগীত জগতের একজন বেতাজ বাদশা। তবুও সাধারণ মানুষের ভিড়ের মাঝে এভাবে মিশে যেতে পারেন বিশ্বাস করা কঠিন হলেও এটাই গোর বাস্তব। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যগুলি দেখে আপ্লুত অরিজিতের অনুগামীরা। নেটপাড়ার সদস্যদের মধ্যে অনেকেই মন্তব্য করেছেন, অরিজিৎ যে কতটা মাটির মানুষ আরও একবার তা প্রমাণ করে দিলেন।
সংগীতজগতকে শাসন করার পরও তাঁর মধ্যে বিন্দুমাত্র স্টারডম বা অহংবোধের ছিটেফোঁটা নেই। প্যানক্লাবের তরফে শেয়ার করা ভিডিয়োতে নজর কেড়েছে একটা মজার ঘটনা। ছেলে আর বন্ধুরা মঞ্চে একটি আবৃতি পাঠ করে শোনাল। আমার গল্পটা ফুরালো, নটে গাছটি মুড়ালো, কেন রে নটে মুড়োলি….'এই অংশের পরই আচমকা জুনিয়র সিং বলে ওঠে, বেশ করেছি, তোর তাতে কী রে? ছেলের এহেন কাণ্ডে দেখে হেসে খুন অকরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েল।
No comments:
Post a Comment